4G (Fourth Generation) বা চতুর্থ প্রজন্ম হলো তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তি । যা ল্যাপটপ, স্মার্টফোন বা অন্যান্য মোবাইল যন্ত্রে আল্ট্রা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। বিশ্বের অন্যান্য দেশে অনেক আগ থেকে ৪জি সেবা চালু হলেও বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারী , ২০১৮ সালে চালু হয়।
আর বর্তমানে বাংলাদেশে ৫ টি মোবাইল ফোন অফারেটরের (GP, Banglalink, Robi, Airtel ও Teletalk ) সবকয়টি 4G সার্ভির দিচ্ছে। 4G প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবা পেতে গ্রাহকদের অবশ্যই 4G সাপোর্টেবল স্মার্টফোন ও সিম থাকতে হবে।
বর্তমানে নতুন বিক্রি হওয়া সব সিমই 4G সাপোর্টেবল সিম। তাই আপনার সিম কার্ডটি যদি নতুন কিনে থাকেন অথবা সম্প্রতিকালে পরিবর্তন করে থাকেন তাহলে আপনার সিমকার্ডটিতে ৪জি সুবিধা পাবেন। তবে যারা পুরাতন সিম ব্যবহার করেন তারা সহজে নিচের পদ্ধতি অনুসরণ করে জানতে পারেন আপনার সিম কার্ডটি 4G কিনা।
সিমকার্ড 4G কিনা চেক করার নিয়মঃ
রবি ও এয়ারটেলঃ
রবি ও এয়ারটেল গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করলেই জানতে পারবেন সিম ৪জি কি না।
গ্রামীণফোনঃ
গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন তার সিমটি ৪জি কি না।
বাংলালিংকঃ
বাংলালিংক গ্রাহকরা মেসেজ অপশনে 4G লিখে 5000 নাম্বারে মেসেজ করলেই সিমটি ফোরজি কিনা তা জানতে পারবেন।
টেলিটকঃ
টেলিটকের সব সিমই ৪জি সিম।
Reviewed by Subas Chowdhury
on
July 09, 2021
Rating:

No comments: